এসেছে ঘরে ধান,
গাই শান্তির গান।
ধান থাকলে ঘরে,
মন আনন্দে ভরে।
পেতে ন্যায্য দাম,
ঝরে কেন ঘাম?
ধনের দামের যথার্থতা,
প্রসাশনের স্বার্থকতা।
-----------------
-স্বপন রোজারিও (মাইকেল) ০৭.০৫.২১