করোনার ঘৃণ্য থাবায়
চলছে আজ হাহাকার,
শ্বাস কষ্ট বেড়ে যাচ্ছে,
অক্সিজেন দরকার।
অক্সিজেনের অভাবে
আজ মরছে মানুষ লাখে,
হাসপাতালে নাই অক্সিজেন
কে তার খবর রাখে?
অক্সিজেনের মধ্যে থেকেও
এর গুরুত্ব যদি না বুঝি,
সাহারা মরুভূমিতে তবে
পানি কেন আমরা খুঁজি?
না কেটে বৃক্ষলতা,
লাগাই যদি গাছের চারা,
অক্সিজেন আপনি আসবে
আলোকিত হবে এ ধরা।
...........................................................................
স্বপন রোজারিও (মাইকেল) ২৮.০৪.২০২১