আজ একটি অন্যরকম ইস্টার সানডে,
সভ্যতার নিকৃষ্টতম ইস্টার, যা কাম্য নয়।
গৃহবন্দি আমরা সবাই, ইস্টারও আমাদের সাথে ঘরবন্দি।
যীশুখ্রীষ্ট মৃত্যুকে জয় করেছেন, এই আনন্দে কোন আনন্দ নেই,
অনুভ‚তিগুলো কেমন যেন ভোঁতা হয়ে গেছে।
অনলাইনের সুন্দর খ্রীষ্টযাগ মাঝে মাঝে থমকে গেছে।
কোন কোলাহল নেই,
আত্মীয়র বাড়ী যাওয়া, দোয়া নেয়া, দই-চিরা খাওয়া যেন শুধুই স্মৃতি,
কিন্তু এ ধরনের ইস্টারতো আমরা চাইনি,
আমরাতো চেয়েছি একটি উন্মুক্ত ইস্টার,
তাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা-
এ ধরণের ইস্টার যেন আর না আসে ধরায়।
১২.৪.২০