(সেবিকা দিবসে সেবিকাদের প্রতি)
করোনার এই ক্রান্তিকালে
সেবিছে সেবিকা হাসপাতালে,
সেবিছে তারা, নাই দিন-রাত
ভুলেছে তারা নরের যত জাত,
তাদের কাছে সব রোগী সমান
ধনী-গরীবের নেই ব্যবধান,
হাসি মুখে তারা দিচ্ছে সেবা
কিন্তু তাদের খবর রাখে কে’বা?,
সঠিক পিপিই পায়না তারা
পায়না শহরে বাড়ি ভাড়া,
অনেক কষ্টে চলে তাদের দিন
সংসার চালাতে বেড়ে যায় ঋণ,
তবু তারা সেবায় দেয় না ফাঁকি
ডিউটির সময় রাখেনা তারা বাকী,
অনেকে সেবিকাদের দেয় না মান
মানে না, তারা আমাদের সন্তান,
সেবিকাদের দিতে হবে সম্মান
তবেই বাড়বে দেশের আরো মান,
আজকে সালাম জানাই সেবিকাকে
তারাই বাঁচাবে লক্ষ রোগীকে।
নীলকন্ঠ, নয়াটোলা, মধুবাগ, ঢাকা
১২.৫.২০ (করোনাকাল)