ঈদযাত্রা নয়, এ শবযাত্রা!

এ কিসের ঈদযাত্রা??
যে যাত্রায় মানুষ লাশ.
যে যাত্রায় মানুষ পদপিষ্ট,
তা কি ঈদযাত্রা??
না, এ শবযাত্রা!

যে যাত্রা মানে না নিষেধ,
মানে না লকডাউন,
তা তো শবযাত্রা!

যে যাত্রা নিয়ম মানে না
সে তো শবযাত্রা!

যে যাত্রা নিরানন্দের
তা তো শবযাত্রাই!
১২.০৫.২১