(নয়ন জি রোজারিও-এর স্মরণে)
নয়ন স্যার, আজ তোমাকে পড়ছে মোর মনে,
তোমার মরণে, চোখ সিক্ত ভক্ত জনে জনে।
তুমি ছিলে সহজ-সরল নয়নের ঐ নয়ন
তুমি বিহনে কাতর আজ সহস্র শিক্ষার্থীর মন।
সারা জীবন তুমি ছিলে শিক্ষা বিস্তারে রত,
তোমার ক্ষুদ্র মন গড়েছ তুমি সাগরের মত।
সমবায়ের জন্য করেছ তুমি অনেক আত্মত্যাগ,
তোমার পরশে কেটে গেছে অনেক হৃদয় মেঘ।
সমাজের মঙ্গলে তুমি করেছ নিজেকে দান,
তোমার কথা হৃদয়মন্দিরে থাকবে চির অম্লান।
ঢাকা, 04/07/20