করোনাভাইরাসের থাবায়
আজ মানুষ গৃহবন্দী জীবনে,
ব্যবসায়ীদের ব্যবসা নেই,
রিক্সাওয়ালা, দিনমজুর, কামার
খেটে খাওয়া মানুষের-
কাজ নেই, অন্ন নেই।
গার্মেন্টস কর্মীদের বেতন নেই।
হোটেল বন্ধ, হোটেল বয়দের চাকুরী নেই,
বাড়ি যাওয়ার পয়সা নেই।
অন্যদিকে বাড়ি ভাড়া, এই বিল সেই বিল
মানুষ যাবে কই?
২৪.৩.২০