মা তুমি, গর্ভধারিণী মোর
তোমায় ভালোবাসি,
বারে বারে তাইতো আমি
তোমার কাছে আসি।
আদর দিলে, বস্ত্র দিলে
দিলে মোরে অন্ন,
তাইতো তোমার পেয়ে মাগো
জীবন আমার ধন্য।
অসুখে-বিসুখে ছিলাম যখন
তুমি দিয়েছ মায়া,
তোমার জীবন বিপন্ন করে
দিয়েছ সুখের ছায়া।
ঝড় বৃষ্টি আর ঘূর্ণিঝড়ে
তুমি ছিলে মোর সাথি,
সেবা শুশ্রুষা করে মোর
বিনিদ্রা কাটিয়েছ রাত্রি।
শত সহস্র প্রনাম মোর
লও হে মোর জননী,
তোমার কাছে চিরকাল মা
রয়ে গেলাম ঋণী।
সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা মোর
সারা জীবন ভরে,
মার সেবা যেন করতে পারে সবাই
প্রতিটি ঘরে ঘরে।