সবার চেয়ে খাঁটি রে ভাই মোদের এই দেশ,
এই দেশেরই মাটি-বায়ুতে চলে যাচ্ছি বেশ।
এই দেশেরই খাদ্যে মোদের বেড়ে গেছে বল,
এই দেশেরই জলধারা দিয়েছে মোদের জল।
এই দেশেরই বৃক্ষরাজি মোদের দিয়েছে ছায়া,
এই দেশেরই কৃষান-কৃষানী বিস্তারিছে মায়া।
এই দেশেরই পাখীক‚লের কিচিরমিচির গানে,
ঘুম ভাঙ্গে যে খোকা-খুকির তবু অভিমানে।
এই দেশেতে জন্মে মোদের জীবন হল ধন্য,
এ জীবন যেন গড়তে পারি কৃতজ্ঞতায় অনন্য।
১৫.০২.২০