ভালোবাসি তোমায় অনেক,
আমার বাংলাদেশ,
চোখ জুরায় যতই দেখি,
রুপের নাই শেষ।

খরচে হাজার টাকা,
কেন যাই বিদেশ?
লাল সবুজের বাংলায়
দেখার আছে বেশ।

২৯/১২/২০