২০২০-২১ সালকে করা হয়েেছ মুজিব বর্ষ ঘোষণা,
মুজিব মোদের দেশ নেতা, মুজিব কাজের প্রেরণা।

নানা আয়োজনে দশে-েবিদেশে বছরটি হবে পালন,
তাঁর মত ত্যাগী নেতা হতে, সাদা করতে হবে মন।

১৯২০ সালে এ মহান নেতা জন্মেছেন টুঙ্গিপাড়া,
তাঁর অপরিমেয় ব্যক্তিত্ব, বিশে^র নজর কাড়া।

জন্ম শতবার্ষিকীতে মুজিব পড়ে তোমায় মনে,
শপথ করি সোনার বাংলা গড়বো জনে জনে।

কি করে শুধিব আমরা, তোমার ভালোবাসার ঋণ,
প্রতিটি বাঙ্গালীর হৃদয়ে তুমি থাকবে চিরদিন।
১৩.০২.২০