প্রতি বছর ঘুরে ঘুরে
শ্রমিক দিবস আসে,
শ্রমিকদের অভাবে কিন্তু
কেউ থাকে না পাশে।

সারাদিন কাজ করে
বেতন পায় অল্প,
তাদের নিয়ে খবর হয়না
লিখেনা কেউ গল্প।

ছাঁটাই হচ্ছে শ্রমিকরা
দিতে পারেনা ঘর ভাড়া,
নাজেহাল হচ্ছেন তারা
আবার বাড়িওয়ালার তাড়া।

সারা দিন পরিশ্রমেও
মালিকের মন না ভরে,
টাকার জন্য না কিনে ওষধ
ধুঁকে ধুঁকে মরে।

দেশের সব শ্রমিককে
দিতে হবে ন্যায্য অধিকার,
আজকের শ্রমিক দিবসে
এটাই হোক অঙ্গীকার।
০১.০৫.২০