নতুন বছরের ডাক এসেছে
যীশুখ্রীষ্ট হয়েছেন জীবিত,
নাই রে নাই করোনা ভয়
মানুষ হয় না পরাজিত।
১৫.৪.২০