লকডাউন সারা দেশে কঠোর হচ্ছে ভাই,
এই যাত্রায় ঘর থেকে বের হবার উপায় নাই।
চিকিৎসকসহ জরুরী সেবাকর্মী আছে যত,
সেবার তরে বের হয়ে ফাইন গুণছে তত।
অনেকে জরুরী কাজ ছাড়া রাস্তায় নেমে আসে,
তাদের কি অবদান বলো মহামারী করোনা হ্রাসে?
ঘর থেকে বের হবো না, অতীব জরুরী না হলে,
স্বাস্থ্যবিধি আর লকডাউনে করোন যাবে চলে।
তারপরেও একটি কথা থেকেই যায় আজ,
লকডাউনে দিনমজুরদের থাকে না যে কাজ।
একজন রিক্সাচালকের কতই বা তার আয়,
সারাদিন লকডাউনে কিছুই না যে পায়।
পরিবার-পরিজন নিয়ে থাকতে হয় অভুক্ত,
সরকারী সহায়তা করবে কি তাদের অবমুক্ত?
লকডাউনে দিনমজুরদের সরকারী সাহায্য চাই,
লকডাউন বাস্তবায়নে, এর চেয়ে বিকল্প নাই।
সরকারের পাশাপাশি আছে যত ধনীজন,
গরীবের পাশে দাঁড়ান, নিয়ে খোলা মন।
সবার সম্মিলিত প্রয়াসে লকডাউন হবে স্বার্থক,
অন্যথায় সকল চেষ্টা হবে যে নিরর্থক।
-স্বপন রোজারিও (মাইকেল), ১৬।৪।২০২১