দিনে দিনে বেড়ে গেছে অনেক অনেক ঋণ,
হতাশা ও কষ্টের মধ্যে কেটে যাচ্ছে দিন।

এ জীবনের এতো ঋণ শোধিব কি করে?
এ যেন মরণপন অবস্থা, আসলে না মরে।

চিন্তা করে, উৎপাদন খাতে নিতে হবে ঋণ,
তা না হলে ঋণে ঋণে বাজবে জীবন বীণ।
০৫.০২.২০