(করোনাকালে আশা জাগানয়িা কবতিা)
আশা আছে মনে মনে
করোনা যাবে দিনে দিনে।
আকাশে উঠবে তারা,
পৃথিবীতে শান্তির ধারা।
সূর্য্য দিবে হাসি,
করোনা শত্রু নাশি।
পাখি মেলবে ডানা,
চলবে দূর অজানা।
খুলবে ঘরের তালা,
প্রেমিক গাঁথবে মালা।
গাছে ফুটবে মুকুল,
নারী পড়বে দোল।
গাইবে পাখি গান,
মোয়াজ্জেনের আযান।
হবে নতুন সকাল,
করোনার অকাল।
৬।৫।২০