জীবনবোধ নেই একটুও
তাই আমাদের ইদযাত্রা হয় শবযাত্রা।
জীবনকে সম্মান করি না তাই-
বিধিনিষেধের লকডাউন মানি না,
গাদাগাদি করে যাই ফেরিতে
আর ইদযাত্রা হয় শবযাত্রা।
করোনার ভয়াবহতা আর ধ্বংস
আমাদের বিবেককে নাড়া দেয় না,
তাই যাই জেলা থেকে জেলায়
আর ইদযাত্রা হয় শবযাত্রা।
জীবনকে একটু বোধ করতে জানলে
ইদযাত্রা হতো আনন্দযাত্রা।
জীবনবোধ নেই একটুও
তাই আমাদের ইদযাত্রা হয় শবযাত্রা।
13.05.21