মানুষ জীবন জীবিকার জন্য কত কিছুই না করে?
সারাদিন কষ্ট করে হাল বায় মাটিতে সোনা ফলানোর জন্য,
রোদে পুরে ক্ষেত নিরায় আর শরীরের ঘাম ঝরায়,
বজ্র ও বৃষ্টিপাত তো সহ্য করে এই মানুষই,
তার পরেও মানুষ সামনে চলে,
বিরামহীনভাবে চলে এই জীবিকার জন্যই তো,
জীবিকার জন্যই মানুষ মরা গাছে ফুল ফুঁটায়,
কোদাল-পাতি নিয়ে রাস্তায় বসে,
ফুঁটপাত দখলে নেয়,
নসিমন চালায়,
রেল লাইনের পাশে দোকান বসায়,
জীবিকার জন্য মানুষ আবার অস্ত্রও ধরে,
ডাক্তার কাটে নাড়ী,
হায়রে জীবন!
ছবি: নেট।