জন্মের উদ্দেশ্য ভাই এখনও না জানি
শ্রষ্ঠার পরিকল্পনা তা আমি কিন্তু মানি।

হতে চাই নি আমি কোন বড় কবি
তব কেন আঁকি মানুষের জীবন-ছবি?

ছন্নছাড়া এ জীবন চলছে তো ভালই
পছন্দের রংটা, তা কেন যে কালোই?

ঘটনা-দূর্ঘটনায় আছি সংসার ধর্মে
সারা দিন খাই-দাই, মন দেই কর্মে।

একদিন এ জীবন হয়ে যাবে শেষ,
মাটিকে আপন করে মিশে যাব বেশ।
১১।৪।২০২১