(করোনাযোদ্ধা খোরশেদ ভাই-এ উদ্দেশ্যে)
করোনাযোদ্ধা, করোনাবীর
নারায়ণগঞ্জের খোরশেদ ভাই,
করোনা দুর্গতের সহায় তুমি
তোমার তুলনা নাই।

পাষাণের এই দুনিয়ায়
তুমি সৃষ্টিকর্তার দান,
সৃষ্টিকর্তারই প্রতিচ্ছবি তুমি
তুমি দেশের সম্মান।

লহো মোদের অন্তরের
সালাম আছে যত,
আমরা যেন হতে পারি
তোমারই মত।
৩০.৪.২০