করোনা জালে আবদ্ধ হয়ে
বিবেক হয়েছে ক্ষত,
লাশ ফেলে পালিয়া যাবার
ঘটনা ঘটেছে তত।

তাই বলি ভাই, জাগ্রত কর
তোমার সুন্দর মন,
থাকবে যে শুধু এ ধরাতে
তোমার ক্ষুদ্র অবদান।  
১৭.৪.২০