মৃত্যু কমছে না যে, এখন কি যে করি?
এবাদত বন্দেগি করি, সারা রাত্রি ভরি।
ঠাঁই নাই হাসপাতালে, নেই বেড খালি,
বন থাকলেও কোথা, নেই যে বনমালী।
এই বিশ্বচরাচরের এখন কি যে হবে?
সব প্রাণ বিলুপ্ত হয়ে ইট-পাথর রবে?
নিথর ধরায় কি লাভ, না যদি থাকে প্রাণ
প্রাণহীন পৃথিবী কখনো হয় কি মহিয়ান?
পৃথিবী প্রাণবন্ত রাখতে স্বাস্থ্যবিধি মানি
তবেই জীবন রক্ষা, সবাই আমরা জানি।
..........................................................................
-স্বপন রোজারিও (মাইকেল), 26.04.21