করোনা ঘাতের কয়েক মাসের যুগে,
মানবতা আজ বিপন্নতায় ভোগে।
এতই কি কঠিন এ সময়,
গ্রামবাসী লাশ দেখে পালায়?
তবে কি এই লাশ আর,
পাবে না দাফনের অধিকার?
না পেয়ে খাটিয়া চোখের জলে,
লাশ কাঁদে নিয়ে আপনজন চলে?
তবে একটি কথা সত্য বলি ভাই,
লাশ থেকে করোনা বিস্তার নাই।
রাম-রহিম-জনের বাংলাদেশে,
মানবতা থাক সর্বত্র মিশে।
১১.৪.২০