করোনা ভাইরাস,
তুমি বিশ্বের ত্রাস।
এই ধ্বংসের পাহাড়,
তোমারই উপহার।
তোমার নাই নীতি,
বুঝ না মানবজাতি।
তুমি যাবে না বাড়ি?
বিশ্ব মানব ছাড়ি?
করোনা তুমি যাও,
মানবতার গান গাও।
৫.৪.২০