মানব জীবন ছোট্ট কিন্তু এর তুলনা নাই,
এ জীবনের মাহাত্মটা শুধু বলে যাই।
দিনে দিনে বেলা বাড়ে, নেই শেষ তার,
একদিন যেতে হবে, ফেরা হবে না আর।
এ জীবনের নাট্যমঞ্চে, রুল হলে শেষ,
এ জীবনের থাকে না তো বিন্দু মাত্র রেশ।
তাই সকলে আসুন তবে জীবনটাকে গড়ি,
মানুষের মত মানুষ হয়ে, তার পরে মরি।
০৪.০২.২০