করোনা কেড়ে নিচ্ছে
নগরের পর গ্রাম
কিছুদিন পরে করোনার
থাকবে না’কো নাম।

বেঁচে যাবে বিশ্বমানব
হাসবে আকাশে রবি,
পৃথিবীতে দেখা দিবে
স্বর্গের প্রতিচ্ছবি।
২০.৪.২০