করোনায় গৃহবন্দি,
মনে নানা ফন্দি।
ঘরে বন্দি জীবন,
কাটাই সারাক্ষণ।
আলস্যে কাটে দিন,
বাজে কবিতার বীণ।
অস্তগামী রবি,
দেখে না কবি।
সময় জ্ঞান ভুলে,
দিন যাচ্ছে চলে।
করোনার লাশ যত,
গড়ে ইতিহাস তত।
গৃহবন্দির স্বার্থকতা,
যতনে মানবতা।
২.৪.২০