আমরা পিছনের দিকেই যাচ্ছি !
সন্দেহ নাই তাতে।
এই সভ্যতার যুগে গোটা পৃথিবী যখন সামনে যাচ্ছে,
আমরা যাচ্ছি পিছনে,
সকল জাতি যখন নারীকে উপযুক্ত সম্মান দিচ্ছে,
নারীকে স্নেহময়ী মা’র আসন দিচ্ছে,
মর্যাদায় আসীন করছে,
নিদ্ধান্তদাতার অংশ করছে নারীকে,
সেখানে আমরা নারীকে অসম্মান করছি,
কক্ষে বন্দি রেখে হেনস্তা করছি,
পুলিশে সোপর্দ করছি,
এসব করে নিজেরা পিছনের দিকে তো যাচ্ছিই,
গোটা দেশকেও পিছনের দিকে নিয়ে যাচ্ছি ।
২০/০৫/২১