বসে আছি একাকী নিরালায়
পাবো কি দেখা অবেলায়?
হৃদয় মরু-জলহীন-শূণ্য
রবে তোমার ছায়াহীন অপূর্ণ?
হে অন্ন-জলদেবী আমার
বিশুদ্ধ কর এ হৃদ মরুপ্রান্তর।
ছড়িয়ে দাও তোমার পুষ্পচ্ছটা
রাঙিয়ে দাও এ মনোবিশ্বটা।
ওহে অন্তর্যামী বিশ্ব আঁধার
তুমি বিনা কার কৃপা অপার?
জল-স্থল-আকাশে শুধুই তুমি
তোমা লীলা বিনে পবিত্রে ভূমি?
আস এ ভূমে, ছড়াও সুবাস
তোমা পূণ্য স্পর্শে সূচিবে আবাস।
১৩।০৭।২১