দাও শক্তি, হে দয়াময়,
জীবন যেন হয় কর্মময়,
চলি যাতে ধর্মপথে,
উজ্জ্বলতর স্বপ্ন রথে।
12/03/21