চারিদিকে বাসা বেঁধেছে
মানুষ যত ভুয়া,
বেনসন খাচ্ছে পরের টাকায়
ছাড়ছে মুখে ধোঁয়া।
অন্যের মাথায় কাঁঠাল ভেঙ্গে
দিচ্ছে সনদ ভুয়া,
সাধারণ মানুষকে ঘুরাচ্ছে
যেন হাতের মোয়া।
ভুয়া লাইসেন্স দিয়ে ও ভাই
চালাচ্ছে হাসপাতাল,
মানুষকে বোকা বানিয়ে
গড়ছে টাকার জাল।
সরকারের চোখে ধুলা দিয়ে
দিচ্ছেনা তো কর,
গাড়ীর মডেল বদলাছে ভাই
দুই এক মাসের পর।
আপন লাভে বদলিয়ে নিচ্ছে
নিজের নামটা ভাই,
এর মত সুচতুর ব্যক্তি
সারা জগতে নাই।
নিজের নাম যে বিকিয়ে দেয়
তার কি কিছু থাকে?
তার মত অভাগা
জীবন কিভাবে রাখে?
(স্বপন রোজারিও, ঢাকা, ২১/৭/২০)