ধ্বংসের কুসভ্যতা, করোনা তোমার দান,
মানব সভ্যতার জন্য, নাই কি তোমার টান।
করোনা তোমার আছে কি কোন সুশিক্ষা?
মানুষেরে সুরক্ষা করার নিতে পারোনা দীক্ষা?
মহামারি, প্রলয়ংকরি, তুমি পৃথিবীর ত্রাস,
একে একে বিশ্বকে তুমি করে ফেলেছ গ্রাস।
দেশে দেশে আজ শুধু মৃত্যুরই যে মিছিল,
বলো তুমি, তোমার ধ্বংস চলবে কতকাল?
৬.৪.২০