অনুভূতিগুলো কেমন যেন ভোঁতা হয়ে গেছে !
মানুষ রাস্তায় মরে থাকতে দেখলেও অনুভূতি জাগ্রত হয় না,
দিব্যি পাশ কাটিয়ে চলে যাই অনায়াসে, নির্ভিঘ্নে,
অন্যায় দেখলে চুপ থাকি, গা বাঁচাই।
নিজেকে সুরক্ষাই যেন মূল মন্ত্র !
শুধু আমি আর আমি !
সমাজ যদি বিনষ্ট হয়, তবে কি নিজে ভালো থাকা যায়??
যে মানুষের অনুভূতি জাগ্রত নয় সে মরা,
মরা মানুষ দিয়ে তো আর দেশ চলে না,
সুতরাং জাগ্রত অনুভূতিই চাই।।
১১।০৬।২১