মানুষ কেন যাচ্ছে গ্রামে
অমান্যে স্বাস্থ্যবিধি?
কেন মানুষ নিজের ভালো
বুঝছে না দিয়ে হৃদি?
লাখে লাখে মানুষ কেন
ছাড়ছে তবে ঢাকা?
প্রাণের ঢাকা কেন ঈদে
থাকবে পড়ে ফাঁকা?
লকডাউন অমান্যে
গ্রামে এমন কি?
এবার ঈদ ঢাকায় হলে
ক্ষতি তাতে কি?
এভাবে করোনা নিয়ে
গ্রামে যদি যাই?
করোনা থেকে আমাদের
রক্ষা কিন্তু নাই।
গ্রামে আছে বৃদ্ধ মা
আত্মীয়-স্বজন-বাবা
করোনা তাদেরকেও
মারবে শক্ত থাবা।
সবে মিলে এক হয়ে
না করলে ঈদযাত্রা,
সঙ্কামুক্ত হবে ঈদ
কমবে করোনার মাত্রা।।
-স্বপন রোজারিও (মাইকেল) 10/05/21