আজকের ঈদের দিন,থাকবে সবার মনে,
বছরের পর বছর যাবে, সাক্ষ্য দিবে জনে।
ঈদের আনন্দ যা আছে শুধু, নিরানন্দের মত,
ঘরের মধ্যে বন্দি থেকে, মরিচা ধরেছে যত।
মসজিদে গিয়ে দেখি, আগের মত লোক নাই,
নামাজ ফেলে সবার অবস্থা, বাড়ি যাই যাই।
কোন মুসলমান যাচ্ছে না প্রতিবেশির বাড়ি,
এভাবে চলতে থাকলে, আমরা বাঁচতে পাড়ি?
চারিদিকে নেই কোন মহাআনন্দের ঐ রব
কোলাহল নেই কোন দিকে, শান্ত-ভদ্র সব।
হায়রে করোনা, তুই কি দেখালি রঙ্গ খেলা,
তোর কথা ভেবে ভেবে কেটে যায় ঈদ বেলা।
ঈদের দিন, ২৫.৫.২০ (মধুবাগ, ঢাকা)