ইদ আসছে ঐ ইদ,
আনন্দে ভরা হৃদ,
গাইবো সুখে গীত,
চোখে নাই নিদ।
সামাজির দূরত্ব রেখে,
পড়বো নামাজ দেখে,
যাবো হাতির ঝিলে,
মানবো স্বাস্থ্যবিধি মিলে।
আত্মীয়-স্বজনের বাড়ী.
এবার যত না গিয়ে পারি,
শুভেচ্ছা আর বাণী যত
মোবাইলেই দেবো তত।
কোলাকুলি ইদে নয়,
আছে করোনা ভয়,
প্রাণপাখি যদি রয় ঘরে
ইদ করা যাবে পরে।
১৩।০৫।২১