বছর ঘুরে দুর্গাপূজা
এসেছে মোদের ঘরে,
করোনার মহা তান্ডবে
আনন্দ না ধরে।

স্বাস্থ্য বিধি মেনে মোরা
পূজা করবো পালন,
করোনা বিস্তার মোরা
করবো না আর লালন।
২২/১০/২০