স্বপ্নগুলো ছায়ার মত পিছনে পিছনে ঘুরপাক খায়।
কিন্তু এ তো আসল স্বপ্ন নয়,
এ স্বপ্ন তো ঘুমন্ত,
এ স্বপ্নের কোন মূল্য নেই।
এই স্বপ্ন শুধুই কষ্টের মরিচীকা,
আসে আবার চলেও যায়।
কখনো ভয়ের পাহাড়,
আবার ক্ষণিকেই বিলীন।
কখনো রঙমাখা সং আবার পরক্ষণে ঘূসর বালি,
কখনো পুষ্পকুঞ্জ এবং পরে সাহারা।
আলোর স্বপ্ন সামনে দেখায়,
মানুষের হৃদয়ে আশা জাগায়,
এ স্বপ্নে মানুষ বড় হয় আর
এটাইতো আসল স্বপ্ন!