প্রচার আর নামের জন্য, করো না ভাই দান,
এধরণের দানের মধ্যে, থাকে না কোন মান।
৫শ টাকার ত্রাণ দিতে, এতো লোক যাদি লাগে,
জনগণের প্রতি ভালবাসা, কেমনে তাতে জাগে?
নামের যদি দরকার হয়, দান করে তা নয়,
কঠোর পরিশ্রমের বলে, নাম অর্জন যে হয়।
আসুন সবে প্রতিজ্ঞা করি, করবো দান একজনে,
ঘরে ঘরে ত্রাণ দিয়ে, জিতবো করোনার এই রনে।
১০.৪.২০