বৈশাখ আসে যায়
করোনা কেন থাকে?
করুণাময়ের ইচ্ছায়
তিঁনি যেন ভালো রাখে।

করোনাকে না ডরে
রোজা-নামাজ পড়ি,
সাথে সবে মিলে
ভালো কাজ করি।
১৫।০৪।২০