করোনাভাইরাস, তুমি যে এক মহামারি,
বিশ্বের হাজারো প্রাণ, নিয়েছ তুমি কাড়ি।
তোমার আঘাতে, বিশ্ব যে আজ দিশেহারা,
তোমার কাজ কি শুধু মৃত্যুর ইতিহাস গড়া?
স্বর্ণমন্দির আজ মৃত্যুমন্দির, তোমার আঘাতে,
বিশ্ববাসী আজ হয়েছে এক, তোমারে রুখতে।
প্রলয়ংকরী করোনা, যাবে না কি তুমি আর?
বিশ্ববাসী কি হেরে যাবে, আঘাতে তোমার???
৪।৪।২০