এবার বিশে^ পালিত হবে
এক অন্য রকম ঈদ,
মানুষের মনে বাসা বেঁধেছে
করোনাভাইরাসের ভীত।
কি করবো, কোথায় যাবো
মনে নেই শান্তি,
চারিদিকে ছড়িয়ে রয়েছে
বিরাট একটা ভ্রান্তি।
দিন কেটে যায় টেলিভিশনে
নেতিবাচক খবর দেখে,
সুখ নাই ঈদের দিনে
পায়ে আলতা মেখে।
এমন ঈদ সারা জীবনে
না যেন আসে আর,
ঈদের দিন হয় যেন
আনন্দ বার বার।
২৩/৫/২০ (মধুবাগ, ঢাকা)