মহামারি করোনা তুমি
একদিন যাবে চলে,
মানুষ তোমায় স্মরিবে
‘অভিশাপ’ বলে বলে।
১৪.৫.২০