দুর্নীতির ঐ চড়কগাছে
ঘুরছে সারা দেশ,
ক্ষমতার ঐ দাপটে
চলছে মানুষ বেশ।
করছে তারা পুকুরচুরি
সবার নাকের ডগায়,
ভাবখানা এমন যেন
দোষী ঐ জগায়।
করছে তারা কভিড টেস্ট
দিচ্ছে রিপোর্ট ভুয়া,
সাধারণ মানুষের সাথে
খেলছে তারা জুয়া।
চলছে বড় হাসপাতাল
অনুমোদন ছাড়া,
সুচিকিৎসার অভাবে
মানুষ যাচ্ছে মারা।
দুর্নীতির ঐ ডামাডোলে
মানুষ হয়েছে বলি,
দুর্নীতিরে রুখে দিয়ে
সদা সত্যে চলি।
(ঢাকা ২৪/৭/২০)