বিশ্বে এসেছে করোনাভাইরাস ভাই,
এতে জনগণের আতংকের কিছু নাই।
কিছু দুর্যোগ কখনো মানুষের জীবন,
ভেঙ্গে করে দেয় একেবারে খান খান।
এ দুর্যোগে দেশ-জাতি হয় দিশেহারা,
চারিদিকে যেন মৃত্যৃ দেয় শুধু তাড়া।
ভীষণ আতংকে থাকে বিশ্বের জনগণ,
কখন যেন এ ভাইরাস করে আক্রমণ।
এ ভাইরাস বেশী আক্রমন করেছে চীনে,
এখন সারা বিশ্বে তা ছড়েছে দিনে দিনে।
তবে সবাইকে বলি, এ ভাইরাসের ভয়,
সবে মিলে এক হয়ে করতে হবে জয়।

২৮.০১.২০