করোনা তুমি ভয়ংকর
করবো তোমায় দেশান্তর।
করোনা তুমি ধ্বংস
করবো তোমায় নি:বংশ।
করোনা তুমি আঘাত
করবো তোমায় প্রতিঘাত।
করোনা তুমি সর্বনাশা
করবো তোমায় আশা ।
করোনা তুমি কষ্ট
করবো তোমায় বিনষ্ট।
করোনা তুমি ভুল
করবো তোমায় নির্মূল।
করোনা তুমি ভয়
করবো তোমায় জয়।
০১.৪.২০