করোনা র সূচক আজ শুধুই ঊর্ধ্বমুখী,
করোনার আঘাতে মানুষ জনমদু:খী।
কোথা থেকে এলো এই করোনা বিষ?
ছাই করে দিয়ে গেল দুই হাজার বিশ।
কি উদ্দেশ্যে করোনা আসলো বিশ্বময়?
লক্ষ লক্ষ মানুষ নিয়ে বিশ্বের পরাজয়।
বিজ্ঞানীরা ক্লান্ত আজ টিকা আবিষ্কারে,
কান্নার বায়ু বয়ে যাচ্ছে প্রতি পরিবারে।
কবে যাবে করোনা এর নাই কোন শেষ,
তারপরও আশা করি কাটবে এর রেশ।
স্বাস্থ্য বিধি পালন করি এসো মিলে সবে
তবে আমার বাংলাদেশ করোনামুক্ত রবে।
১৭/৬/২০, মধুবাগ, ঢাকা।