সমবায়ের কর্মী তিনি, চন্দ্র শেখর তার নাম,
সারাদিন ত্রাণ দিয়ে, ছুটে যায় তার ঘাম।
করোনা ক্ষতিগ্রস্থদের লাগি, ফান্ড গঠন করে,
অবস্থা এমন হয়েছে তার, যেন সে মরে মরে।
সারাদিন পরিশ্রম করে, মানুষ বাঁচানোর তরে,
কল্পনায় রাত জাগি, থাকতে পারে না ঘরে।
যখন সে লাশ দেখে, আঙ্গিনায় থাকতে পরে,
মনটা তার ব্যাকুল হয়, চোখ জলে যায় ভরে।
খোরশেদ ভাইকে খবর দেয়, লাশের সৎকারে,
নিজেও এতে সামিল হয়, পাপ লাঘবের তরে।
মোদের এ করোনাযোদ্ধা, জীবন করেছে দান,
তার জীবন ভেঙ্গে-চুড়ে, না হয় যেন খান খান।
নীলকন্ঠ, নয়াটোলা, মধুবাগ, ঢাকা
১৩.৫.২০ (করোনাকাল)