চলছে বিশ্বের দেশে দেশে
করোনার ঐ আকাল,
শ্রেষ্ঠ জীব অসহায় আজ
দেখে অভিশাপের জাল।
করোনার নাই যে আজ
একটু করুণা ধারা,
কি দোষে কেড়ে নিলা
চিকিৎসক ছিলো যারা?
বাদ দাও নি মন্ত্রী-এমপি
আপামর জনগণ,
কবে থামাবে তুমি
সর্বগ্রাসী এই রন?
ধরে নিলাম ধ্বংসিবে তুমি
আছে যত নারী-নর,
তাহলে তুমি কার আশ্রয়ে
বাঁধবে তোমার ঘর?
১৪/৬/২০, মধুবাগ, ঢাকা।