বাংলাদেশ অনুর্ধ্ব-১৯, হল চ্যাম্পিয়ন
এ খুশিতে দেশের সবার ভরে গেল মন।

বাংলাদেশের এতো বড় সাফল্য আর জয়,
ক্রিকেটবিশে^  এ দেশের নেই যে কোন ভয়।

বাংলাদেশী ক্রিকেটারদের শত অভিনন্দন,
অটুট থাক খেলোয়ারদের পারস্পরিক বন্ধন।

এ ধরণের দলগত প্রয়াস চললে সর্বক্ষণ,
এ দল সবসময় হতে পরবে বিশ^ চ্যাম্পিয়ন।
১২.০২.২০